কুপিয়ানস্ক দখলের পথে রাশিয়া, 'মেগা অস্ত্রচুক্তি'র ইঙ্গিত দিলেন জেলেনস্কি

কুপিয়ানস্ক দখলের পথে রাশিয়া, 'মেগা অস্ত্রচুক্তি'র ইঙ্গিত দিলেন জেলেনস্কি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ক্রেমলিন দাবি করেছে, তারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরের দুই-তৃতীয়াংশ ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরকে তারা অর্ধচন্দ্রাকারে ঘিরে ফেলেছে। কুপিয়ানস্ক দখলে নিলে দোনবাস অঞ্চলের স্লোভিয়ানস্ক ও ক্রামাতোর্স্ক শহরের দিকে রুশ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে মস্কো মনে করছে।

রাশিয়া এ বছর কুপিয়ানস্ক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক কনস্টানটিন মাশোভেতসের মতে, এ লক্ষ্য অর্জনে রাশিয়ার আরও এক থেকে দুই ডিভিশন সেনা প্রয়োজন। এর মধ্যেই রাশিয়া দাবি করেছে, ২০২৫ সালে তারা ৪,৭১৪ বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলছে, প্রকৃত সংখ্যা ৩,৪৩৪ বর্গকিলোমিটার। তাদের মতে, রাশিয়া কৃত্রিমভাবে বিজয়ের গল্প সাজাচ্ছে।

একই সময়ে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি সম্প্রতি একটি “মেগা অস্ত্রচুক্তি”র ইঙ্গিত দিয়েছেন, যা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপীয় মিত্রদের উদ্দেশ্যে বলেন, ইউক্রেনকে ২০১৪ সালের সীমান্তে ফেরানো বাস্তবসম্মত নয়।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রথমে কঠোর সমালোচনা করলেও জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তিনি ইউক্রেনীয় প্রতিরোধকে “অসাধারণ” হিসেবে অভিহিত করেন। এমনকি তিনি আর্থিক ও ন্যাটোর সহায়তায় ইউক্রেনের বিজয় সম্ভব বলেও মন্তব্য করেন। এরই মধ্যে ইউক্রেন রুশ অর্থনীতির দুর্বল দিক আঘাত করতে ড্রোন হামলায় রুশ রিফাইনারি লক্ষ্যবস্তু করেছে। ২৪ সেপ্টেম্বর বাশকিরস্তান অঞ্চলের সালাভাত রিফাইনারিতে টানা দ্বিতীয়বার হামলায় বড় ধরনের ক্ষতি হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ