প্রবাসী ভোটারদের জন্য নতুন ভোটিং পদ্ধতি ‘Postal Vote BD’ অ্যাপ চালু করবে ইসি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। নিরাপদ ভোটিং নিশ্চিত করতে অনলাইনের বদলে কার্যকর সমাধান হিসেবে আসছে এই অ্যাপ।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। বুধবার (১ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। ইসি সানাউল্লাহ বলেন, বর্তমানে অনলাইন ভোটিং নিরাপদ পদ্ধতি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পায়নি। তাই আপাতত পোস্টাল ব্যালট ব্যবস্থাই কার্যকর সমাধান হবে।
তিনি আরও জানান, নভেম্বরে চালু করা হবে ‘Postal Vote BD’ নামের একটি অ্যাপ। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়াটি ট্র্যাক করতে পারবেন। প্রবাসীদের পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
সভায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।