ফ্লোটিলায় হামলার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজামুখী মানবিক সহায়তাবাহী ‘সুমুদ ফ্লোটিলা’-তে ইসরায়েলি হামলা ও পাকিস্তানের প্রতিনিধি আটক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি আটককৃত সকল ব্যক্তিকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ খানও।
৪৫টি জাহাজের বহরের মধ্যে ২১টি ইতোমধ্যেই ইসরায়েলি বাহিনী আটক করেছে। বাকি ২৩টি গাজা উপকূলে পৌঁছানোর পথে রয়েছে। গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করা এ বহরে অংশ নিয়েছেন বিশ্বখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ঘটনাটির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “৪৪ দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মী বহনকারী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা নৃশংসতা ছাড়া আর কিছু নয়। আমরা আটক সবার নিরাপত্তা কামনা করছি এবং তাদের দ্রুত মুক্তি দাবি করছি।”
তিনি আরও উল্লেখ করেন, “তাদের অপরাধ কেবল একটাই, অসহায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহন করা। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে হবে। শান্তিকে সুযোগ দিতে হবে এবং সহায়তা অবশ্যই গন্তব্যে পৌঁছাতে হবে।”
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক মানবিক কর্মীদের আটক আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে নিরপরাধ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা ইসরায়েলের আগ্রাসী নীতি ও অবৈধ অবরোধের অংশ, যা দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ দুর্ভোগ চাপিয়ে দিয়েছে।
পাকিস্তান পুনরায় ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ব্যক্ত করেছে এবং পূর্ব-১৯৬৭ সীমানার ভিত্তিতে আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।