টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকেট পেল নামিবিয়া

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
টি-২০ বিশ্বকাপের মূলপর্বে আরেকবার জায়গা করে নিল নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলা। এর ফলে টানা চতুর্থবারের মতো বৈশ্বিক আসরে খেলবে দলটি।
২০২৬ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারিতে। ২০ দলের এই আসরে আফ্রিকা অঞ্চল থেকে বরাদ্দ ছিল দুটি জায়গা। আটটি দেশকে নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে আয়োজিত প্রতিযোগিতা শেষে সেমিফাইনাল নির্ধারিত হয়। প্রথম সেমিফাইনালে নামিবিয়া জেতায় তাদের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। অন্য একটি স্থান নির্ধারিত হবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের মাধ্যমে।
হারারেতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠানো হয় নামিবিয়াকে। শুরুতেই চাপে পড়ে দলটি। ৪১ রানের মধ্যে চার উইকেট হারানোর পর দায়িত্ব নেন অধিনায়ক জেরহার্ড এরাসমাস ও অলরাউন্ডার জেজে স্মিত। তাদের জুটিতে ৮৮ রান যোগ হয়। এরাসমাস করেন ৫৫ রান এবং স্মিত ৬১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৭৪ রান। তানজানিয়ার হয়ে খালিদি জুমা ও অ্যালি কিমোত দুইটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে তানজানিয়া। পাওয়ার প্লেতে দুটি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ওপেনার অরুন যাদব ১৭ রান করলেও বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। অভিক পাতওয়া সর্বোচ্চ ৩১ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে আট উইকেটে ১১১ রানের বেশি তুলতে পারেনি তানজানিয়া।
নামিবিয়ার হয়ে জেজে স্মিত অসাধারণ বোলিং করেন, মাত্র ১৬ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। সমান সাফল্য পান বেন শিকোনগোও। শেষ পর্যন্ত নামিবিয়া জয় পায় ৬৩ রানে।
এর আগে ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।