এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলো প্রতিবেশী

এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলো প্রতিবেশী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার পাওনার জন্য এক হতদরিদ্র বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের ঘরে গিয়ে বসতঘরের ছাউনির প্রায় ১০ থেকে ১২টি টিন খুলে নিয়ে যায়। এতে ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই এই ঘর। সেটার টিন খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু কোনো কথা শোনেনি। এখন বৃষ্টির দিনে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।” তিনি এ ঘটনায় ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজ মিয়াকে টিন ফেরত দিতে বললেও এখনও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, “আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।”

এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী জানান, এক হাজার টাকার জন্য একটি হতদরিদ্র পরিবারের মাথার ওপর থেকে ছাউনি খুলে নেওয়া অমানবিক কাজ। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ