১০ মিনিটেই ক্যানসার শনাক্তের যন্ত্র আবিষ্কার করলেন বাংলাদেশি বিজ্ঞানী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা আবিষ্কার করেছেন মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্তের ডিভাইস। স্বল্পমূল্য, সহজ ও দ্রুত কার্যকর এই প্রযুক্তি ক্যানসার নির্ণয়ে বিপ্লব আনবে। যুক্তরাষ্ট্রে চলছে ক্লিনিক্যাল ট্রায়াল। উদ্ভাবনটি বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা উদ্ভাবন করেছেন এমন এক ডিভাইস, যা মাত্র ১০ মিনিটেই ক্যানসার শনাক্ত করতে সক্ষম। তাঁর এই যুগান্তকারী আবিষ্কার ইতোমধ্যে বৈশ্বিক গবেষণা অঙ্গনে সাড়া ফেলেছে। স্বল্প পরিসরে সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পর বর্তমানে বৃহৎ পরিসরে পরীক্ষার জন্য ডিভাইসটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
চাঁদপুরের বাবুরহাটের সন্তান ড. আবু আলী ইবনে সিনা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এর স্বল্প ব্যয় এবং সহজ ব্যবহার। প্রচলিত ক্যানসার শনাক্তকরণ পরীক্ষার তুলনায় এতে খরচ কমবে প্রায় ৮০ শতাংশ। তিনি আরও বলেন, পরীক্ষায় এমন এক ধরনের তরল ব্যবহৃত হয় যা দেহে ক্যানসার কোষ থাকলে রঙ পরিবর্তন করে সতর্ক সংকেত দেয়। ফলে মাত্র ১০ মিনিটেই জানা যাবে ক্যানসারের উপস্থিতি।
ড. সিনা আরও জানান, তাঁর নেতৃত্বে পরিচালিত “ডেভেলপমেন্ট অব পয়েন্ট অব কেয়ার টেকনোলজি ফর দ্য ডিটেকশন অব ক্যানসার বায়োমার্কস” প্রকল্পটি আন্তর্জাতিকভাবে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্স বিভাগে সিনিয়র লেকচারার ও গবেষক হিসেবে কর্মরত। এখানেই প্রতিষ্ঠিত হয়েছে তাঁর নিজস্ব গবেষণাগার ‘সিনা ল্যাব’, যেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কাজ করছেন।
ড. আবু আলী ইবনে সিনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি বড় গবেষণা প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন হয়েছে। তারা ডিভাইসটির বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণে কাজ করছে। কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগে যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে। আশা করা হচ্ছে, এক থেকে দেড় বছরের মধ্যে এ প্রযুক্তি বাজারে আসবে। তিনি বিশ্বাস করেন, সহজলভ্য ও দ্রুত কার্যকর এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় বিপ্লব ঘটাবে এবং কোটি মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।