ফের জামায়াতবিরোধী অবস্থানে হেফাজতের শীর্ষ নেতা বাবুনগরী

ফের জামায়াতবিরোধী অবস্থানে হেফাজতের শীর্ষ নেতা বাবুনগরী
ছবির ক্যাপশান, জামায়াতকে ভোট না দিতে হেফাজত আমিরের আহ্বান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রামের হাটহাজারীতে এক ধর্মীয় সমাবেশে ফের জামায়াতবিরোধী অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে বাবুনগরীর জামায়াত ও মওদুদীবাদবিরোধী বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

বক্তব্যে হেফাজত আমির বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা এক করে দেখে, তারা ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। নবী-রাসুলদের দেখানো সোজা পথে চলতে হবে, তাহলেই দুনিয়া ও আখিরাতের মুক্তি সম্ভব। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি তাদের পথই সরল পথ।”

জামায়াতে ইসলামীর সমালোচনায় সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন হেফাজতের এই শীর্ষ নেতা। এর আগে গত ৪ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জামায়াতকে ‘ভণ্ড ইসলামী দল’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

সে সময় মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াত সহিহ ইসলামী দল নয়, তারা মওদুদীবাদের অনুসারী। মওদুদীর মতাদর্শ ইসলামবিরোধী, তার পথ অনুসরণ করলে ইমান অটুট থাকে না। তারা মদিনার ইসলামের অনুসারী নয়, বরং মওদুদীর চিন্তাধারা কায়েম করতে চায়। তাই তাদের সঙ্গে ঐক্য বা সমঝোতা সম্ভব নয়।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ