আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন বিজয়-রাশমিকা জুটির

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিনের সম্পর্ককে অবশেষে পরিণয়ের পথে এগিয়ে নিয়েছেন এ তারকা জুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হায়দরাবাদে একান্ত অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়। যদিও বিষয়টি নিয়ে দুজনেই এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তাঁদের ঘনিষ্ঠ টিম সূত্রেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে সম্পন্ন হতে পারে। তবে বাগদান কিংবা বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে সতর্ক ছিলেন রাশমিকা ও বিজয়। দীর্ঘ সময় ধরে গোপনীয়তা বজায় রাখলেও, সাম্প্রতিক সময়ে তাঁদের সোশ্যাল মিডিয়া কার্যক্রমে ভক্তদের মধ্যে কৌতূহল ও জল্পনা বেড়েছে।
সম্প্রতি বিজয় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেন, অন্যদিকে রাশমিকা ঐতিহ্যবাহী শাড়ি পরে ও কপালে তিলকসহ একটি ছবি প্রকাশ করেন। এসব ছবিকে ঘিরে অনুরাগীদের মধ্যে বাগদান ও আসন্ন বিয়ে নিয়ে আলোচনা তীব্রতর হয়।
রাশমিকা মন্দানা বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র থেকে শুরু করে বলিউড পর্যন্ত তিনি সমান সাফল্য অর্জন করেছেন। ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’ এবং বলিউডের ‘অ্যানিম্যাল’–এর মতো ছবিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। অন্যদিকে বিজয় দেবরকোন্ডা ‘গীতা গোবিন্দাম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো চলচ্চিত্রে রাশমিকার সঙ্গে জুটি বেঁধে দর্শকের কাছে বিশেষভাবে সমাদৃত হন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে মনে করেন অনেকেই।
এখন অনুরাগীরা অপেক্ষা করছেন, কবে আনুষ্ঠানিকভাবে এই জুটি তাঁদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।