১১ মাস পর আবারও বাংলাদেশে দেখা যাবে সুপারমুন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চাঁদপ্রেমীদের জন্য রয়েছে এক দুর্দান্ত খবর, আগামী ৭ অক্টোবর রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের প্রথম সুপারমুন। জ্যোতির্বিদদের ভাষায় একে বলা হয় ‘হার্ভেস্ট মুন’, যা প্রতিবছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। এই দিন চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে ফলে এটি দেখায় সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল। পৃথিবী থেকে এই রাতে চাঁদের দূরত্ব থাকে আনুমানিক ৩৬১,৪০০ কিলোমিটার (প্রায় ২,২৪,৫৯৯ মাইল)।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষিণ এশিয়ার আকাশে এই মনোমুগ্ধকর দৃশ্য ৬ ও ৭ অক্টোবর, দুই রাতেই দেখা যাবে। বিশেষ করে চাঁদ যখন দিগন্তরেখার কাছাকাছি থাকবে, তখন এটি আরও বড়, উজ্জ্বল এবং সোনালি-কমলা রঙের দেখাবে।
সুপারমুন দেখার জন্য আলাদা কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে। তবে আলোদূষণমুক্ত এলাকা থেকে দেখলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে।
বিজ্ঞানীরা বলছেন ২০২৫ সালে মোট তিনটি সুপারমুন দেখার সুযোগ থাকবে। এর প্রথমটি হচ্ছে এই ৭ অক্টোবরের হার্ভেস্ট মুন। পরবর্তী দুটি দেখা যাবে ৫ নভেম্বর এবং ৫ ডিসেম্বর। তবে ২০২৬ সালের জানুয়ারিতে আরও একটি সুপারমুন ঘটবে বলে জানায় বিজ্ঞানীরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।