বিদেশ সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রুটিন দায়িত্বে সহকারী প্রক্টর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ আগামী ৫ থেকে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিদেশ সফরে থাকবেন। এ সময় তিনি কর্তব্যরত ছুটিতে দেশের বাইরে অবস্থান করবেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক সাইফুদ্দীন আহমদের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার রুটিন দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা-সংক্রান্ত কাজ স্বাভাবিকভাবে চলমান থাকবে। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে এ সময়ে যেকোনো প্রয়োজনে নির্দিষ্ট যোগাযোগ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি সহায়তার জন্য তিনটি নম্বর চালু থাকবে। অফিস সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করতে হবে ০১৭৩৩-৫০৯৬৯৪ নম্বরে, পার্সোনাল সহায়তার জন্য ০১৯৭৮-১২৬২৫০ নম্বরে এবং প্রক্টোরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের জন্য যোগাযোগ করতে হবে ০১৩৪১-৫৯১৪০৪ নম্বরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, নির্দিষ্ট নম্বরগুলো সক্রিয় থাকায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সহায়তা দ্রুত পাবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।