সীমান্তে শান্তি রক্ষায় বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কমান্ডারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্থ মাঠিলা এলাকার মেইন পিলার ৫৩-এর কাছে শূন্যরেখা বরাবর এই বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সাক্ষাতের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমমাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রফিকুল আলম, পিএসসি নেতৃত্ব দেন। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৫৯-বিএসএফের কমান্ড্যান্ট শৈলেশ কুমার। দুই দেশের মোট ২০ জন স্টাফ অফিসার এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় সীমান্ত হত্যা না হওয়া, মানবপাচার প্রতিরোধ, গরুপাচার বন্ধ এবং মাদক চোরাচালান দমনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা ও উন্নততর সমন্বয়ের বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। নিয়মিত যোগাযোগ ও আস্থার পরিবেশ বজায় রাখার মাধ্যমে দুই দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। এ ধরনের বৈঠককে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।