রোহিতের পরিবর্তে শুবমান গিল ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হয়েছেন শুবমান গিল। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের বরাতে ইএসপিএন–ক্রিকইনফো জানিয়েছে, রোহিত শর্মার স্থলাভিষিক্ত হিসেবে গিলকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সূত্রে জানানো হয়েছে, বিরাট কোহলি ও রোহিত শর্মা এবার থেকে জাতীয় ওয়ানডে দলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন।
১৯ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সাত মাস পর ফিরবেন রোহিত ও কোহলি। এই সিরিজের পর দুটি দলের মধ্যে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে দল চূড়ান্ত করার সময় উপস্থিত ছিলেন বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান ও সাবেক পেসার অজিত আগারকার।
২৬ বছর বয়সী গিল ইতিমধ্যেই ভারতের টেস্ট দলের অধিনায়ক ও টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ডিসেম্বরে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়া রোহিত শর্মার অধীনে ভারত ৫৬ ম্যাচে ৪২ জয়, ১২ পরাজয়, একটি টাই ও একটি ফলহীন ম্যাচের ফলাফল অর্জন করেছে। রোহিতের অধীনে ভারত ২০১৮ ও ২০২৩ সালে এশিয়া কাপ জয়ী হয়েছে এবং ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে।
গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয় করে রোহিতের ওয়ানডে অধিনায়কের অধ্যায় শেষ হয়। এই সিরিজই তার ওয়ানডে অধিনায়ক হিসেবে শেষ আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে চিহ্নিত হয়। শুবমান গিলের অধিনায়কত্বে তার প্রথম সিরিজ ২–২ ড্র হয়েছিল। সিরিজে গিল ৭৫৪ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
ভারতের ওয়ানডে দল অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বর–ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর, আর টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।