ম্যাচসেরা পুরস্কারের অর্থ অসহায়দের দান করবেন শরিফুল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ নিশ্চিত করেছে। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে টাইগাররা জয় নিশ্চিত করেন। এই ম্যাচে বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে বোলিং এবং ব্যাটিং উভয় দিকেই দারুণ অবদান রেখে তিনি ম্যাচসেরার খেতাব অর্জন করেন।
দ্বিতীয় ম্যাচে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন শরিফুল। এছাড়া শেষ দুই ওভারে ১৯ রানের প্রয়োজনীয় লক্ষ্য পূরণে তিনি ৬ বল খেলে অপরাজিত ১১ রান করে দলের জয় নিশ্চিত করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ম্যাচসেরা খেতাব। এর ফলে তিনি জিতেছেন ৫০ হাজার আফগানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা।
এই পুরস্কারের অর্থ তিনি নিজের এলাকার অসহায় মানুষের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ফেসবুক পেজে শরিফুল ইসলাম জানিয়েছেন, “আজ থেকে আমি একটি ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষের সহায়তার জন্য বিতরণ করব, ইনশাআল্লাহ। দোয়া করবেন।”
শরিফুল জানান, সিরিজ জয়ের পর তিনি দলের দারুণ প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচ রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমীরা এ ম্যাচেও তার পারফরম্যান্সের দিকে নজর রাখবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।