সড়কে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে মার খেলেন পুলিশ কর্মকর্তা এএসপি শামিম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নরসিংদীর আরশিনগরে সড়কে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার। চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়ে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী পৌর শহরের আরশিনগরে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতর্কিত হামলার শিকার হয়েছেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ার। শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতাল হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এএসপি শামিম আনোয়ার নিয়মিত টহলের অংশ হিসেবে আরশিনগর এলাকায় পৌঁছালে দেখেন কয়েকজন ব্যক্তি সড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদা তুলছে। তিনি তাদের কাছে কারণ জানতে চাইলে এবং হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করলে ৩০-৩৫ জন ব্যক্তি হঠাৎ করে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসহ তাকে পিটিয়ে আহত করে। সহকর্মী পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর শামিম আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, কিসের টাকা তোলা হচ্ছে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে আক্রমণ করে। আমি কিছু বুঝে ওঠার আগেই মাথায় আঘাত পাই এবং জ্ঞান হারাই।”
এদিকে জানা গেছে, সম্প্রতি নরসিংদীর বিভিন্ন সড়কে চাঁদাবাজি বন্ধে শামিম আনোয়ার ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন পক্ষের বিরূপ আচরণের সম্মুখীন হচ্ছিলেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য হামলার আশঙ্কার কথাও উল্লেখ করেছিলেন।
অন্যদিকে, পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেন, তিনি পৌরসভা থেকে ২৫ লক্ষ টাকায় ইজারা নিয়েছেন। কিন্তু এএসপি শামিম আনোয়ার নিয়মিত তাদের কাজের বাধা দেন। তার ভাষায়, “আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। যদি তা করতে না পারি, তাহলে সরকার যেন আমাদের টাকাটা ফিরিয়ে দেয়।”
হামলার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।