সুমুদ ফ্লোটিলার ১৩৭ যাত্রীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল

সুমুদ ফ্লোটিলার ১৩৭ যাত্রীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জন কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার ওপর ইসরায়েলি বাহিনী অভিযানের পর ওই কর্মীদের জোরপূর্বক আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের কর্মীরা অন্তর্ভুক্ত। আটক ব্যক্তিদের প্রথমে ইসরায়েলে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের তুরস্কে পাঠানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজও বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা মূলত মানবিক সহায়তা পৌঁছাতে ফ্লোটিলার সঙ্গে গাজায় যাচ্ছিলেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অভিযানের ধরনকে নিরাপত্তাজনিত প্রয়োজনীয়তা বলে দাবি করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার সাধারণ মানুষের জন্য সহায়তা পৌঁছানো। ইসরায়েল বহু বছর ধরে গাজা উপত্যকায় অবরোধ জারি করে রেখেছে, যা খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে বড় ধরনের সংকট তৈরি করেছে। এ অবস্থায় বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্বেচ্ছাসেবী কর্মীরা নিয়মিতভাবে ফ্লোটিলার মাধ্যমে সহায়তা পাঠানোর চেষ্টা করে আসছে।

তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে এ ধরনের যেকোনো উদ্যোগকে বাধা দিয়ে আসছে এবং অনেক সময় আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও তা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ১৩৭ জনকে আটক ও পরে তুরস্কে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ