বরিশাল বিএনপির সরোয়ার-আবু নাসের ইস্যুতে অভ্যন্তরীণ সংঘাত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বরিশাল বিএনপির সরোয়ার-আবু নাসের ইস্যুতে মনোনয়ন নিয়ে তীব্র অভ্যন্তরীণ সংঘাত সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম ও দলীয় বিবৃতিতে বাড়ছে বিভাজন। কেন্দ্রীয় নেতারা সমাধানে উদ্যোগ নিয়েছেন। বরিশাল-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বিরোধে রাজনৈতিক উত্তাপ বাড়ছে
বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ও পারস্পরিক বিষোদ্গার বেড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহকে সম্প্রতি ডেকে কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। তবে ওই বৈঠকে ফারুক নিজেও মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন।
দলীয় সূত্র জানায়, সাক্ষাৎকারের পর থেকেই বরিশাল বিএনপির একাংশ সামাজিক মাধ্যমে সরোয়ার ও আবু নাসেরকে নিয়ে নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছে। বিশেষ করে সরোয়ারের পরিবারের সদস্যদের নিয়ে কটূ মন্তব্য করা হয়েছে। অন্যদিকে, আবু নাসেরের সাম্প্রতিক এক ফেসবুক সাক্ষাৎকারে ‘আওয়ামী লীগবিরোধী সংগ্রামে একমাত্র আন্দোলনকারী’ দাবি করায় স্থানীয় নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাঁর বক্তব্যের প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহীন এক বিবৃতি দেন।
এ বিষয়ে আবু নাসের রহমাতুল্লাহ জানান, কেউ তাঁর বক্তব্যে কষ্ট পেলে তিনি দুঃখিত, তবে জেলা কমিটির বিবৃতি প্রকাশ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি বলেন, তাঁর সততা ও জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
অন্যদিকে মহানগর বিএনপির আহ্বায়ক ফারুক ও সদস্য সচিব সিকদারের বিরোধিতায় রয়েছেন জ্যেষ্ঠ আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনিও বরিশাল-৫ আসনে মনোনয়নপ্রত্যাশা প্রকাশ করেন এবং সরোয়ারসহ নগর নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “দলের আন্দোলনে সবার অবদান আছে; একক কৃতিত্ব দাবি করা অনুচিত।” মজিবর রহমান সরোয়ার মন্তব্য করেন, “বরিশাল বিএনপিতে গ্রুপিং বেড়েছে, যা কেন্দ্রীয়ভাবে খতিয়ে দেখা দরকার।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।