প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমান হওয়া উচিত: ইউজিসি চেয়ারম্যান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমান হওয়া উচিত। এতে মেধাবীরা প্রাথমিক শিক্ষকতায় আকৃষ্ট হবেন এবং শিক্ষার মান উন্নত হবে।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
অধ্যাপক ফায়েজ বলেন, আজকের আলোচনার মূল বিষয় হলো শিক্ষকদের সুযোগ-সুবিধা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের প্রাপ্যতা। তিনি উল্লেখ করেন, শিক্ষক সমাজকে যথাযথ সম্মান ও আর্থিক সুবিধা না দিলে শিক্ষাব্যবস্থা কখনো টেকসই উন্নয়নের পথে এগোতে পারবে না। তার মতে, বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা প্রয়োজন যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহী হন।
তিনি বলেন, “আমরা যদি প্রাথমিক, মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়, সব স্তরে মেধাবীদের শিক্ষকতায় আনতে না পারি, তাহলে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে না।” ফায়েজ আরও বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, বিশেষত পাকিস্তানে, শিক্ষকরা অন্যান্য পেশাজীবীদের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি বেতন পান এবং গবেষণাগারসহ নানা সুবিধাও ভোগ করেন।
ইউজিসি চেয়ারম্যান মনে করেন, শিক্ষকদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধু নীতি প্রণয়ন নয়, বাস্তবিক অর্থে সম্মান ও প্রণোদনা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষকেরা শিক্ষার ভিত্তি রচনা করেন, তাই তাদের বেতন-ভাতা ও মর্যাদা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া সময়ের দাবি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।