সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরহাদ হাসান সানী (৪৫) নামের এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। নিহত ফরহাদ হাসান সানী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মরহুম দুলাল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফরহাদ হাসান সানী, তার ছোট ভাই রিটন এবং আরেক সহকর্মী কোম্পানির ডিউটি শেষে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। তাবুক এলাকার একটি সড়কে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ফরহাদ গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে প্রিন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বড় ভাই দীর্ঘ ২২ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান অভিভাবক ছিলেন তিনি। ফরহাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

ডা. মিঠু আরও জানান, ইতোমধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের সহায়তায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে। পারিবারিক সদস্য ও আত্মীয়স্বজনরা তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ