দল হিসেবে আ.লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু হতে যাচ্ছে

দল হিসেবে আ.লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু হতে যাচ্ছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিতেই প্রসিকিউশন প্রাথমিক যাচাই-বাছাই করছে। তিনি জানান, অভিযোগের প্রাথমিক মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। তদন্ত পুরোদমে শুরু হলে দল হিসেবে আওয়ামী লীগ কতটা বিচারের মুখোমুখি হতে পারে, তা স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম আরও বলেন, চলতি অক্টোবর মাসেই ট্রাইব্যুনালের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে। কয়েকটি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে এবং বড় কিছু মামলায় চার্জশিট ও ফরমাল চার্জ দাখিলের প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রসিকিউশন আশা করছে, মাসের মধ্যেই এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে।

এদিকে, কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ইতোমধ্যে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল ওই মামলায় আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে।

চিফ প্রসিকিউটরের মতে, সব মামলাই আইনানুগ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে এবং ট্রাইব্যুনাল যথাযথভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ