জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদবির নাম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জনপ্রশাসনের কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ প্রশাসন সংস্কারে ১০ দফা সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় গত জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, ডিসির নতুন পদবি হবে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’, আর ইউএনওর পদবি হবে ‘উপজেলা কমিশনার’। এ বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিকে (নিকার) কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গঠিত হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস), যার অধীনে উপসচিব থেকে সচিব পর্যন্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত হবেন।
এই কাঠামোয় বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দক্ষ ও মেধাবী কর্মকর্তারা নিয়োগ পাবেন। অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে যেকোনো সার্ভিসের সিনিয়র স্কেলপ্রাপ্ত কর্মকর্তা এসইএসে আবেদন করতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছর উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদের জন্য আলাদা পরীক্ষা নেবে। দুইবার অকৃতকার্য হলে কোনো কর্মকর্তা পুনরায় সুযোগ পাবেন না। সফল প্রার্থীদের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে মেধাক্রম অনুযায়ী।
এসইএস গঠনের পর বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে এতে অন্তর্ভুক্ত হবেন। সচিব, মুখ্যসচিব ও মন্ত্রিপরিষদসচিবও স্বয়ংক্রিয় সদস্য হবেন। অতিরিক্ত সচিবদের মধ্য থেকে সচিব ও সচিবদের মধ্য থেকে মুখ্য সচিব পদে উন্নতির জন্য একটি মন্ত্রিসভা কমিটি সুপারিশ পাঠাবে।
সংস্কার কমিশন দক্ষ, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব জনপ্রশাসন গঠনের লক্ষ্যে দুই শতাধিক প্রস্তাব দিয়েছে। প্রশাসনের কাঠামোগত এই পরিবর্তন বাস্তবায়ন হলে আন্তঃসার্ভিস বৈষম্য হ্রাসের পাশাপাশি মেধাভিত্তিক নেতৃত্ব নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।