টিটিপি ও আরাকান আর্মি ইস্যুতে কোর কমিটির বৈঠক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে টিটিপিতে বাংলাদেশি তরুণদের যোগদান ও মিয়ানমারের আরাকান আর্মির অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে জঙ্গিবাদ, মাদক, রোহিঙ্গা সংকট ও জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) বাংলাদেশি তরুণদের যোগদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। সম্প্রতি টিটিপিতে যোগ দেওয়া এক বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন (২২) পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ফয়সালের মতো অন্য কেউ যেন এ ধরনের সংগঠনে জড়াতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। তরুণদের বিপথগামিতা রোধে ইসলামের প্রকৃত শিক্ষা ও ব্যাখ্যা তুলে ধরতে ইসলামী দলগুলোকে সক্রিয় করার পরামর্শও দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির অপপ্রচার, ইয়াবা পাচারের অর্থায়ন ও বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। আরাকান আর্মির হয়ে যুদ্ধে অংশ নেওয়া কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চক্রান্ত তদন্তাধীন। এ ঘটনায় ৭৯৩টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, সরকারের কঠোর নজরদারি ও জনগণের সহযোগিতায় সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
এছাড়া বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, মাদক, রোহিঙ্গা সংকট, চাঁদাবাজি ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা জানান, শারদীয় দুর্গাপূজা সারা দেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতার ফল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।