চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন দুই দেশের তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন দুই দেশের তিন বিজ্ঞানী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

২০২৫ সালের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে। সুইডেনে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি সোমবার (৬ অক্টোবর) এ বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করেছে। এ বছর এই সম্মান যৌথভাবে লাভ করেছেন মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তাদের গবেষণা ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে, যা ইমিউনোলজির নতুন গবেষণা ক্ষেত্রের সৃষ্টি করেছে। এই আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেরি ই. ব্রুনকো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক। ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিক্স প্রতিষ্ঠানের বিজ্ঞানী। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিভাগের অধ্যাপক শিমন সাকাগুচি দীর্ঘদিন ধরে রেগুলেটরি টি-সেল ও ইমিউন টলারেন্স নিয়ে গবেষণা করছেন। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই তিনজন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার চিকিৎসাশাস্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

প্রসঙ্গত, গত বছর (২০২৪) চিকিৎসাশাস্ত্রে নোবেল অর্জন করেছিলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে তার প্রভাবের জন্য এই স্বীকৃতি লাভ করেন। নোবেল পুরস্কার প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয়টি ক্ষেত্রে প্রদান করা হয়। এ বছরও আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোম ও নরওয়ের অসলোতে বিজয়ীদের হাতে পুরস্কার, মানপত্র এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পরিশোধ করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ