ডাকসুর উদ্যোগে আবরার ফাহাদ স্মরণে সেমিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন

ডাকসুর উদ্যোগে আবরার ফাহাদ স্মরণে সেমিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শহিদ আবরার ফাহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৭ অক্টোবর “ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক সেমিনার ও “স্মরণে মননে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানটি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক আহ্বানপত্রে জানানো হয়, এই কর্মসূচি ‘আধিপত্যবাদ বিরোধী দিবস’ উপলক্ষে আয়োজন করা হয়েছে, যাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে সচেতনতা বৃদ্ধি পায় এবং শহিদ আবরার ফাহাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

সেমিনারে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও ছাত্রনেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক ভূরাজনীতি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্য সম্পর্কের প্রশ্নে আলোচনা করবেন। একইসঙ্গে “স্মরণে মননে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সৃষ্টিশীল চিত্রকর্ম প্রদর্শিত হবে, যেখানে আবরারের দেশপ্রেম, আদর্শ ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরা হবে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রতি উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে শহিদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা মনে করেন, এমন উদ্যোগ বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার চেতনা পুনরুজ্জীবিত করবে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ