যে কারণে দুটি নতুন জাতীয় দিবস ঘোষণা করল সরকার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকার দুটি নতুন জাতীয় দিবস ঘোষণা করেছে। ৭ অক্টোবর ‘আবরার ফাহাদ দিবস’ এবং ২৫ ফেব্রুয়ারি ‘বিডিআর ম্যাসাকার দিবস’। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনগুলোকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। ঘোষণায় উল্লেখ করা হয়েছে, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত থাকবেন শহীদের বাবা বরকত উল্লাহ।
সরকারের ঘোষণায় বলা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও তাঁদের অবদানের স্মরণে একটি জাতীয় ক্যালেন্ডার প্রণয়নের কাজ চলছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি জাতির ইতিহাসে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলোও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) ও বিডিআর ম্যাসাকার দিবস (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্যালেন্ডারে সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্টে আরও বলা হয়, প্রতি বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই দুটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। আবরার ফাহাদের আত্মত্যাগকে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে স্মরণ করা হবে, আর বিডিআর বিদ্রোহের ভয়াবহ ঘটনাকে স্মরণ করা হবে জাতীয় ঐক্য ও নিরাপত্তার পাঠ হিসেবে। সরকারের মতে, এসব দিবস জাতীয় সচেতনতা জাগ্রত করা, ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।