যুক্তরাষ্ট্র থেকে ফিরে নির্বাচনের যে বার্তা দিলেন জামায়াত নেতা তাহের

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্র থেকে ফিরে নির্বাচনের বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসার পর জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে তেমন কোনো শঙ্কা দেখছেন না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, সেজন্য সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। তাহের আরও বলেন, “নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।”
জামায়াত নেতা আরও উল্লেখ করেন, জনগণ চায় একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সেই পরিবেশ তৈরি না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাহেরের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাহের বিশ্বাস করেন, গঠনমূলক আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সংকটের সমাধান সম্ভব, যা দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অপরিহার্য।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।