বিমানবাহিনীর আধুনিকায়নে নতুন বিএএফে যুক্ত হচ্ছে জে–১০ সিই ফাইটার জেট

বিমানবাহিনীর আধুনিকায়নে নতুন বিএএফে যুক্ত হচ্ছে জে–১০ সিই ফাইটার জেট
ছবির ক্যাপশান, ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে যুক্ত হচ্ছে চীনের তৈরি জে–১০ সিই মাল্টিরোল ফাইটার জেট। ২৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে ২০টি যুদ্ধবিমান কেনা হবে, যা বিএএফের প্রতিরক্ষা সক্ষমতা ও আকাশ নিরাপত্তা আরও শক্তিশালী করবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে এটি এক যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি সর্বাধুনিক ২০টি জে–১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এ ক্রয়, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। চুক্তিটি চীন সরকারের সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের আশা করা হচ্ছে।

আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, প্রতিটি জে-১০ সিই যুদ্ধবিমানের দাম প্রায় ৬ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র বিমান কেনায় ব্যয় হবে ১২০ কোটি ডলার, আর প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও পরিবহনসহ অতিরিক্ত খরচ হবে প্রায় ৮২ কোটি ডলার। বীমা, ভ্যাট, পূর্তকাজ ও কমিশনসহ মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ডলার, যা ১০ বছরের মধ্যে (২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত) পরিশোধ করার কথা রয়েছে।

চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হয় এবং চীন ইতিবাচক সাড়া দেয়। এরপর বিমানবাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যারা খসড়া চুক্তিপত্র যাচাই, দরকষাকষি ও পরিশোধের শর্ত নির্ধারণ করবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান বলেন, যুদ্ধবিমান কেনা প্রয়োজনীয় হলেও এর ভূ-রাজনৈতিক প্রভাবও বিবেচনা করা উচিত। বর্তমানে বিএএফ এর বহরে ৪৪টি ফাইটার জেট রয়েছে। নতুন জে-১০ সিই যুক্ত হলে বিমানবাহিনীর সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরও বৃদ্ধি পাবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ