ভারত সম্পর্কের নীতিতে বিএনপির অবস্থান জানালেন তারেক রহমান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের নীতি স্পষ্ট করেছেন। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ।” পানির ন্যায্য হিস্যা ও সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে জাতীয় স্বার্থনির্ভর সম্পর্কের ওপর জোর দেন।
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলার সঙ্গে দুই পর্বের এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আগামী নির্বাচন, দলীয় কৌশল এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কসহ সমসাময়িক নানা বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন। দ্বিতীয় ও শেষ পর্বে তিনি বিশেষভাবে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, “সবার আগে বাংলাদেশ।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সরকারে এলে দেশের স্বার্থই হবে সর্বাগ্রে। কোনো নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাত নয়, বরং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষাই হবে তার দলের মূল নীতি। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, “আমি আমার পানির হিস্যা চাই, আর ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না।” এ বক্তব্যের মাধ্যমে তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড ও নদীর পানিবণ্টন ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।
তারেক রহমান আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন, তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। তিনি উল্লেখ করেন, যদি কোনো দেশ স্বৈরাচারী শাসনকে আশ্রয় দেয় এবং তাতে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয়, তবে সেই দায়ভার তাদেরই বহন করতে হবে। তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়, বিএনপি সরকারে এলে ভারতের সঙ্গে সম্পর্কের নীতি হবে জাতীয় স্বার্থনির্ভর ও জনগণকেন্দ্রিক।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।