সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গণবিক্ষোভে বাশার-আল-আসাদ শাসনের পতনের পর সিরিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দেশটির নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে এই ফল প্রকাশ করে।
দামেস্কে সংসদ নির্বাচনের উচ্চ কমিটির মুখপাত্র নাওয়ার নাজমেহ জানান, সংসদের ২১০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ আসনের (১৪০টি) ফল চূড়ান্ত করা হয়েছে এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
তিনি আরো বলেন, সংসদের অবশিষ্ট এক-তৃতীয়াংশ আসনে (৭০টি) সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা।
এই নিয়োগ প্রক্রিয়া নির্বাচনী সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল সিরিয়ার প্রথম নির্বাচন। সিরীয় ভোটাররা সংসদের নির্বাচিত দুই-তৃতীয়াংশ আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেন।
এবারের নির্বাচনে ২১০টি আসনের জন্য মোট ১,৫৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ১৪ শতাংশ ছিলেন নারী।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।