চ্যাটজিপিটিতে এলো নতুন ফিচার, পাবেন হোটেল ও ফ্লাইট বুকিং সুবিধা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বের শীর্ষস্থানীয় জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি এখন আরও উন্নত ও ব্যবহারবান্ধব রূপে হাজির হয়েছে। নতুন সংযোজন ‘অ্যাপস এসডিকে’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি বিভিন্ন জনপ্রিয় অ্যাপের সঙ্গে চ্যাটজিপিটিকে সংযুক্ত করতে পারবেন। সোমবার (৬ অক্টোবর) সান ফ্রান্সিসকোতে আয়োজিত কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এ ফিচারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ওপেনএআই জানায়, ‘অ্যাপস এসডিকে’ প্রযুক্তি চ্যাটজিপিটিকে বহিরাগত বিভিন্ন সেবা প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাট ইন্টারফেসের মধ্যেই সংগীত নির্বাচন, হোটেল বা ফ্লাইট বুকিং, এমনকি রিয়েল এস্টেট অনুসন্ধানের মতো কাজ সম্পন্ন করতে পারবেন। প্রাথমিকভাবে স্পটিফাই, বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া ও জিলো চ্যাটজিপিটির অংশীদার হিসেবে কার্যক্রম শুরু করেছে।
প্রতিষ্ঠানটির মতে, বছরের শেষ নাগাদ উবার, অলট্রেইলস ও ডোরড্যাশের মতো আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান এই অংশীদার তালিকায় যুক্ত হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের কঠোর এআই ব্যবহারের নীতিমালার কারণে সেখানে ফিচারটি এখনই চালু করা হচ্ছে না।
এই নতুন সুবিধার ফলে চ্যাটজিপিটির কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা আরও বিস্তৃত হবে। ব্যবহারকারীরা এখন চ্যাটের মধ্যেই ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র, মিউজিক প্লেলিস্ট কিংবা অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, আলোচনার বিষয়ভিত্তিক প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটি ব্যবহারকারীকে উপযুক্ত অ্যাপের পরামর্শও দেবে। উদাহরণস্বরূপ, কেউ যদি নতুন বাড়ি কেনার পরিকল্পনার কথা উল্লেখ করেন, চ্যাটজিপিটি তখন জিলো অ্যাপ ব্যবহার করে বাজেট অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ মানচিত্রে বাড়ির তালিকা প্রদর্শন করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ওপেনএআইকে কেবল একটি কথোপকথনমূলক এআই থেকে আরও বহুমাত্রিক ডিজিটাল সহকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা খাতে এক নতুন যুগের সূচনা করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।