ফ্রান্সের রাফায়েলকে হারানো সেই যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ!

ফ্রান্সের রাফায়েলকে হারানো সেই যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান। চীনের তৈরি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট জে-১০সিই (J-10CE) এখন বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হচ্ছে। বিমান বাহিনীর বহরে থাকা পুরনো এফ-৭ ও মিগ-২৯বি জেটগুলোর পরিবর্তে এই অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করার মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় নতুন সক্ষমতা অর্জন করবে দেশ।

চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশন নির্মিত জে-১০সিই হলো চীনের নিজস্ব জে-১০সি মডেলের রপ্তানি সংস্করণ। উন্নত রাডার ব্যবস্থা, উচ্চমানের অস্ত্রনিয়ন্ত্রণ প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা এই জেটকে বিশেষভাবে আলাদা করেছে। এটি প্রতিপক্ষকে আগে শনাক্ত করে নিখুঁতভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে, যা আধুনিক আকাশযুদ্ধে কৌশলগত সুবিধা প্রদান করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হবে ২০২৫ থেকে ২০২৭ অর্থবছরের মধ্যে, চীনের সঙ্গে সরকার-টু-সরকার (G2G) পদ্ধতিতে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় বিষয়টি আলোচনায় আসে এবং চীনের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়া যায়।

পরবর্তীতে গঠন করা হয় ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি, যারা এখন এই বৃহৎ প্রতিরক্ষা প্রকল্পের মূল্য, শর্তাবলি এবং কারিগরি বিষয়সমূহ যাচাই করছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিই নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। জে-১০সিই যুদ্ধবিমান যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন যুগের সূচনা হবে বলেই মনে করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ