আর্থিক সংকটে ঢাবি, তবু নিয়ম ভেঙে ডাকসু নেতাদের জন্য এসি

আর্থিক সংকটে ঢাবি, তবু নিয়ম ভেঙে ডাকসু নেতাদের জন্য এসি
ছবির ক্যাপশান, নিয়ম ভেঙে ডাকসু নেতাদের জন্য এসি বসাচ্ছেন ভিসি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আর্থিক সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) নিয়ম ভেঙে ডাকসু ভবনে ৯ লাখ টাকায় ৯টি এসি বসানোর উদ্যোগে বিতর্ক সৃষ্টি হয়েছে। গবেষণা ও আবাসন সংকটে ভুগলেও প্রশাসনের এই সিদ্ধান্তে সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে কোষাধ্যক্ষ ও উপাচার্যের বক্তব্যে মিলছে না

গবেষণা ও আবাসন সংকটে ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ৯ লাখ টাকায় ৯টি এসি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়ম ভেঙে অনুমোদন দেওয়া এই উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভেতরেই। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেছেন, তিনি ছুটিতে থাকার সময় এই অনুমোদন দেওয়া হয়েছে, যা তিনি থাকলে প্রশ্ন তুলতেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গত সপ্তাহে রাজস্ব বাজেট থেকেই এসি বসানোর অনুমোদন দেওয়া হয়। কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ফাইলটি ফরওয়ার্ড করেন, তবে অনুমোদন দেননি। পরবর্তীতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ ফাইলটি স্বাক্ষর করেন। অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীর মৌলিক চাহিদা যখন পূরণ হচ্ছে না, তখন এসি বসানোকে “ফ্যান্সি” ব্যয় হিসেবে দেখা উচিত।

বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তর জানিয়েছে, চলতি বাজেটে ডাকসুর জন্য বরাদ্দ ৩০ লাখ টাকা, যার মধ্যে ইতিমধ্যে ভবনের সংস্কার ও সৌন্দর্য বর্ধনে প্রায় ২৪ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকৌশল দপ্তরের তথ্যমতে, ৯টি এসি ছাড়াও সাউন্ড সিস্টেম, পানির ফিল্টার, আসবাব ও রঙের কাজে অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা, সবই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, এসি কেনার অনুমোদনের প্রক্রিয়া যাচাই করা হবে। অন্যদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে বলেন, ভবনের পরিবেশ উন্নয়নের অনুরোধ করেছেন মাত্র। তবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের সময় এমন ব্যয় যৌক্তিক কি না, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের মধ্যেই প্রশ্ন উঠেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ