আবুধাবিতে আজ আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আবুধাবিতে আজ আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সাইফ হাসানের ওয়ানডে অভিষেক, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
তিন সপ্তাহ আগে এখানেই আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেট দল আজ আবার মুখোমুখি হচ্ছে পুরনো প্রতিপক্ষের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দীর্ঘ বিরতির পর ৫০ ওভারের ফরম্যাটে ফিরছে দুই দলই। বাংলাদেশ দলের লক্ষ্য স্পষ্ট টি২০ সিরিজের মতো এবারও আফগানদের হোয়াইটওয়াশ করা।
দলীয় পরিবর্তনে এবারও নতুন চমক সাইফ হাসান। টেস্ট ও টি২০-এর পর এবার তাঁর ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে আজ। সম্প্রতি টি২০ সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে দলে আস্থা জুগিয়েছেন তিনি। ওপেনার হিসেবে তাঁকে দেখা যেতে পারে তানজিদ তামিমের সঙ্গে। এদিকে লিটন দাস না থাকায় মিডল অর্ডারে পরিবর্তন এসেছে; তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী ও নুরুল হাসান সোহানদের মধ্যে একজনকে বসাতে হতে পারে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি বেশ সুশৃঙ্খলভাবে প্রস্তুতি নিয়েছে। তিন মাস পর ওডিআই খেলতে নামছেন মিরাজরা, তবে আবুধাবির কন্ডিশনের সঙ্গে দলের মানিয়ে নেওয়া সহজ হবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। বিপরীতে আফগানিস্তান দলও প্রায় আট মাস পর এই ফরম্যাটে ফিরছে। রশিদ খান ও মোহাম্মদ নবিকে ঘিরে তাদের স্পিননির্ভর বোলিং আক্রমণই মূল শক্তি। তবে ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েবদের বাদ দিয়ে তারা এনেছে নতুন মুখ বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাইকে।
এ পর্যন্ত দুই দলের চারটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ ২-২ সমতায় রয়েছে। তবে সামগ্রিকভাবে ১৯ মুখোমুখিতে ১১ বার জিতেছে বাংলাদেশ, আফগানিস্তান জিতেছে ৮ ম্যাচে। তাই সিরিজের শুরুতেই জয় দিয়ে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধি.), শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধি.), ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়েলিয়া খারোত ও বশির আহমাদ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।