ফিফার কমিটিতে জায়গা পেলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তর বিষয়ক কার্যক্রম তদারকি ও নীতিনির্ধারণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
ফিফার এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ। কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে তাবিথ আউয়ালও বৈশ্বিক ফুটবলে প্রযুক্তির প্রয়োগ ও আধুনিকায়ন প্রসারে কাজ করবেন। এই মনোনয়নকে বাংলাদেশের ফুটবলের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ফুটবল প্রশাসনে প্রযুক্তির ব্যবহার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR), তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো এই কমিটির মূল আলোচ্য।
এমন সময়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণকে ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটি-র সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নারী ফুটবলের বিকাশ, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে সম্পৃক্তকরণে এই কমিটি কাজ করে থাকে।
তাবিথ আউয়াল ও মাহফুজা কিরণের এই মনোনয়নকে বাংলাদেশ ফুটবল পরিবারের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফুটবল বিশ্লেষকরা বলছেন, ফিফার কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক ফুটবলে দেশের অবস্থানকে আরও দৃঢ় করবে এবং প্রযুক্তি ও নারী ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।