চবিতে নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, মারামারিতে আহত একজন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পূর্ব দিকের রাস্তায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল হাসান শান্ত। তিনি বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই নারী শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে অবস্থান করছিলেন। সে সময় রবিউল ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে সেখানে গিয়ে তাকে হয়রানির চেষ্টা করেন। ওই নারী শিক্ষার্থীর বন্ধুরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, রবিউল ও তার কয়েকজন বন্ধু সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওই নারী শিক্ষার্থীকে কয়েক সপ্তাহ ধরে হয়রানি করে আসছিলেন।
তবে রবিউলের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে আক্রমণ করেন, তার নাক ও মুখে আঘাত লাগে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, 'সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এক শিক্ষার্থী বিরক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একজন আহত হয়েছেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়।'
তিনি আরও বলেন, 'আমরা উভয়পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে তলব করেছি। তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,'।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।