৩৩ সংস্কার পরিকল্পনা নিয়ে শিবির সমর্থিত জোটের ৯ দফা ইশতেহার ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনকে সামনে রেখে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ঘোষণা করেছে ৯ দফা ইশতেহার ও ৩৩ দফা সংস্কার পরিকল্পনা। শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা, পরিবহন, ও একাডেমিক উন্নয়নের প্রতিশ্রুতিতে চবি ক্যাম্পাসে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে জোটটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রশিবির সমর্থিত “সম্প্রীতির শিক্ষার্থী জোট” বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নয়টি ফোকাস পয়েন্ট ও ১২ মাসে বাস্তবায়নযোগ্য ৩৩টি সংস্কার পরিকল্পনা তুলে ধরে জোটটি ছাত্রসমাজের কাছে নিজেদের অঙ্গীকার প্রকাশ করে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও প্রার্থীরা। ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনীত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি আনুষ্ঠানিকভাবে ইশতেহারটি ঘোষণা করেন।
ঘোষিত ইশতেহারের প্রথম ভাগে শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা, একাডেমিক পরিবেশ, পরিবহন সেবা, গবেষণা সুযোগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উন্নয়নসহ নয়টি মূল ফোকাস পয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় ভাগে ১২ মাস মেয়াদি ৩৩ দফা বাস্তবায়নযোগ্য সংস্কার পরিকল্পনা প্রকাশ করে জোটটি জানায়, নির্বাচনে জয়ী হলে তারা এই পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে।
ইশতেহার ঘোষণার সময় প্রার্থীরা বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক বিশ্ববিদ্যালয় পরিবেশ। চাকসু হবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কেন্দ্র।” তারা আরও জানান, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ, গণপরিবহনে স্বচ্ছতা, ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির অঙ্গনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, এবং এই ইশতেহার ঘোষণার মাধ্যমে সম্প্রীতির শিক্ষার্থী জোট তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।