চাকসুতে ছাত্রদলের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাকসুতে ছাত্রদলের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল তাদের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার পাঠ করেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হৃদয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেত-সহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের নেতারা।

ঘোষিত ইশতেহারে বলা হয়Ñ শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে। মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারীস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ- এসব বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রæতিও দিয়েছে প্যানেলটি।

ইশতেহার ঘোষণার সময় প্রানেলটির সহ-সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য আগ্রহী ছিল। আমরা ইশতেহার তৈরির আগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের চাহিদা ও ভাবনা শুনেছি। সেই বাস্তবতার আলোকে ৮ দফা ইশতেহার তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার, আর সেটি বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ