গাজা শান্তি চুক্তি কি ট্রাম্পের নোবেল সম্ভাবনা জাগাল?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজা শান্তি চুক্তি ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধবিরতি বাস্তবায়নে ট্রাম্পের ভূমিকা ও হোয়াইট হাউসের ‘শান্তির প্রেসিডেন্ট’ ঘোষণায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রথম ধাপ নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। কারণ, এই চুক্তির ঘোষণা দিয়েছেন স্বয়ং ট্রাম্প নিজেই। ফলে প্রশ্ন উঠছে এই পরিস্থিতি কি ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনাকে আরও জোরদার করল?
বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ (The Peace President) হিসেবে ঘোষণা দেয়। এ ঘোষণার একদিন পরই হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির অগ্রগতি প্রকাশ পায়। ট্রাম্প দাবি করেছেন, তিনি বিশ্বের সাতটি বড় সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন এবং অষ্টমটির কাছাকাছি পৌঁছেছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা রাশিয়া-ইউক্রেন সংকটেরও সমাধান করতে পারব বলে আমার বিশ্বাস।”
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা এই বছর খুবই ক্ষীণ। সুইডিশ আন্তর্জাতিক-বিষয়ক বিশ্লেষক পিটার ওয়ালেনস্টিন বলেন, “না, এই বছর ট্রাম্প নোবেল কমিটির তালিকায় থাকবেন না। হয়তো পরের বছর, যদি তার উদ্যোগগুলো বাস্তবায়িত হয়।”
অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগারও ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “গাজায় শান্তির প্রচেষ্টা প্রশংসনীয় হলেও, তার অনেক নীতি নোবেলের উদ্দেশ্যের পরিপন্থি যেমন আন্তর্জাতিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও নিরস্ত্রীকরণের বদলে একক জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।”
তবে হোয়াইট হাউসের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে ট্রাম্পের ছবি দিয়ে লেখা হয়েছে, “দ্য পিস প্রেসিডেন্ট।” এতে বোঝা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন নোবেল নিয়ে আশাবাদী।
যদিও নোবেল কমিটি বা সংশ্লিষ্ট সূত্র থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধবিরতির এই উদ্যোগ যদি স্থায়ী শান্তিতে রূপ নেয়, তাহলে ভবিষ্যতে ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কারের শক্তিশালী প্রার্থী হয়ে উঠতে পারেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।