আমির হামজাকে ‘বেয়াদবিতে সেরা’ বললেন তাহেরি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ফেসবুক পোস্টে মুফতি আমির হামজাকে ‘বেয়াদবিতে সেরা’ বলে মন্তব্য করেছেন। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় বক্তাদের পারস্পরিক সমালোচনা নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আবারও আলোচনায় এসেছেন আরেক ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে মন্তব্য করে। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাহেরি আমির হামজাকে “বেয়াদবিতে সেরা” বলে অভিহিত করেন।
ফেসবুক পোস্টে তাহেরি লেখেন, “গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। এক দিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা।” তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে, তাহেরি আরও একটি পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, “আল্লাহ হাবীব (দ:) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে?” তাহেরির এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অনেকে তাহেরির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ধর্মীয় বক্তাদের মুখে এমন বেয়াদবি শোভা পায় না। অন্যদিকে কেউ কেউ এই ঘটনাকে ধর্মীয় বক্তাদের পারস্পরিক প্রতিযোগিতা ও বিরোধের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
তবে এখন পর্যন্ত মুফতি আমির হামজার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে দুই বক্তার এই পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।