পাকিস্তান ফ্যাক্টরেই কি ভারত-তালেবান ঘনিষ্ঠতা?

পাকিস্তান ফ্যাক্টরেই কি ভারত-তালেবান ঘনিষ্ঠতা?
ছবির ক্যাপশান, পাকিস্তান ফ্যাক্টরেই কি ভারত-তালেবান ঘনিষ্ঠতা?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে তালেবানের টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লি ও কাবুলের ঘনিষ্ঠতা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ফ্যাক্টরই ভারত-তালেবান সম্পর্কের মূল প্রভাবক। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এই সফর নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত ব্যক্তি হওয়ায় এই সফরের জন্য মুত্তাকিকে বিশেষ ছাড় দিতে হয়েছে জাতিসংঘকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের কমিটি এই সফরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। আটদিনব্যাপী এই সফরের সূচনা হয়েছে বৃহস্পতিবার থেকেই।

এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারও ভারতের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। একই সময়ে দুই দেশের এই উচ্চপর্যায়ের সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বাড়ছে জল্পনা। বিশেষত, আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি মুত্তাকির প্রথম ভারত সফর। ধারণা করা হচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে হায়দরাবাদ হাউসে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভারত ও আফগানিস্তানের গণমাধ্যম উভয়েই সফরটিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে। ভারতের দ্য হিন্দু জানিয়েছে, মুত্তাকিকে পূর্ণ প্রোটোকলসহ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় অভ্যর্থনা জানানো হবে। অন্যদিকে, আফগান মিডিয়া আমু টিভি জানিয়েছে, তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশেই মুত্তাকি ভারত সফরে এসেছেন। তারা আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কের অবনতিই ভারত-তালেবান ঘনিষ্ঠতার পেছনে অন্যতম কারণ হতে পারে।

অন্যদিকে, টোলো নিউজ জানায়, এই সফরের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে ভারত কর্তৃক তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি ও কাবুলে পূর্ণকালীন রাষ্ট্রদূত নিয়োগ। বিশ্লেষকরা বলছেন, ভারত ও আফগানিস্তানের এই নতুন কূটনৈতিক তৎপরতা মূলত পাকিস্তানের সঙ্গে তালেবানের উত্তেজনাপূর্ণ সম্পর্ককেই কেন্দ্র করে গড়ে উঠছে। তবে ভারতের অভ্যন্তরে এই সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আফগান সাংবাদিক হাবিব খান মন্তব্য করেছেন, “তালেবান কর্মকর্তাদের আতিথেয়তা আফগান নারীদের প্রতি বিশ্বাসঘাতকতার সামিল।”

সবমিলিয়ে, আমির খান মুত্তাকির ভারত সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ