আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, কেন পালিত হয় এই দিবস?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর জাতিসংঘ ঘোষিত এই দিনে কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু বিশ্বব্যপী কেন পালিত হয় এই দিবস?
জাতিসংঘ সাধারণ পরিষদের ২০১১ সালের ১৯ ডিসেম্বরের প্রস্তাব অনুযায়ী ২০১২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।
এ বছর, ২০২৫ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “দ্য গার্ল, আই অ্যাম, দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস”। প্রতিপাদ্যের মাধ্যমে বৈশ্বিক সংকটের মুখে কন্যাশিশুর নেতৃত্বের সক্ষমতা ও পরিবর্তনের অগ্রদূত হিসেবে তাদের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলোও নানা কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কাজ করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।