মা ইলিশ রক্ষায় চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ২৪ জেলে আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণের জন্য চলমান ২২ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ২৪ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়। অভিযানে অংশ নেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড ও নৌ পুলিশের অন্যান্য সদস্যরা।
চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, অভিযানের সময় পদ্মা-মেঘনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়। এ সময় ৫টি মামলায় ২১ জনকে চাঁদপুর নৌ থানা এবং ২টি মামলায় ৩ জনকে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ি আটক করে। আটককৃতদের কাছ থেকে নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, ‘সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য- মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।’
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।