চা ও খাদ্যদ্রব্যে রেডিওএক্টিভ এবং হেভি মেটাল, মারাত্মক ঝুঁকির মধ্যে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চা ও খাদ্যদ্রব্যে হেভি মেটাল ও রেডিওএক্টিভ উপাদান নিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, ইএসডিও (ESDO) কর্তৃপক্ষ কিছুদিন আগে টিব্যাগ চা এবং খোলা চা পরীক্ষা করে বিপজ্জনক মাত্রায় রেডিওএক্টিভ উপাদান যেমন রেডিয়াম, থোরিয়াম এবং এন্টিমনি পেয়েছে। তার যুক্তি, একই ধরনের উপাদান সম্ভবত দেশের অন্যান্য খাদ্যপণ্য, বিশেষ করে চাল, শাকসবজি ও অন্যান্য ফসলেও থাকতে পারে।
মাহবুব কবীর মিলন দাবি করেছেন, খাদ্যে রেডিওএক্টিভ উপাদানগুলোর উৎস মূলত রাসায়নিক সার ও কীটনাশক হতে পারে। তবে দেশের অধিকাংশ ফসল এবং ব্যবহৃত সার ও কীটনাশক এখনও এ ধরনের উপাদানে পরীক্ষা করা হয়নি। তিনি বলেন, “চালসহ অন্যান্য শাকসবজিতে মারাত্মক মাত্রায় হেভি মেটাল পাওয়া গেছে। প্রতিদিন খাদ্য থেকে কীটনাশক, হেভি মেটালসহ কত পরিমাণ রেডিওএক্টিভ উপাদান শরীরে প্রবেশ করছে, তা আমাদের ভাবা উচিত।”
তিনি আরও বলেন, এই অবস্থা শুধুমাত্র বড়দের জন্য নয়, শিশুদের জন্যও মারাত্মক। প্রতিটি পরিবারের সদস্য এবং শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। মাহবুব কবীর মিলন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে এই বিষয়টি পরীক্ষা ও সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সবাইকে এই উদ্যোগে এগিয়ে আসার জন্যও আহ্বান জানান।
এদিকে, দেশের আরও একটি সংস্থা চা পাতার পরীক্ষার কাজ শুরু করেছে এবং এর ফলাফল আংশিকভাবে জানা গেছে। সম্পূর্ণ ফলাফল পাওয়ার পর পরিস্কার তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।