ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। শনিবার (১১ অক্টোবর) ঢাকার সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর অবস্থায় এবং বাকিরা বর্তমানে কর্মরত রয়েছেন।
অ্যাডজুটেন্ট জেনারেল আরও জানান, চার্জশিট দাখিলের পর ৮ অক্টোবর সেনাসদর থেকে এলপিআর ও সক্রিয় কর্মরত মোট ১৬ কর্মকর্তাকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী ১৫ জন কর্মকর্তা সেনাসদরে উপস্থিত হয়ে বর্তমানে হেফাজতে আছেন। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ নির্দেশনা পাওয়ার পরও উপস্থিত হননি।
তিনি বলেন, মেজর জেনারেল কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ আছেন। তার অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সেনা গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সংবিধান ও সেনাবাহিনীর নিজস্ব আইন অনুযায়ী যথাযথভাবে বিচার করা হবে। সেনাবাহিনী আইন, শৃঙ্খলা ও পেশাদারীত্বের নীতিতে অটল রয়েছে বলে মন্তব্য করেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ন্যায়বিচারের পক্ষে এবং কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।”
বর্তমানে সেনাসদরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।