মেক্সিকোতে বন্যা ও ভূমিধসে ২৮ জনের মৃত্যু, ৮০ হাজার ক্ষতিগ্রস্ত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মেক্সিকো জুড়ে চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিপাতে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩২টির মধ্যে ৩১টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে উপচে পড়েছে, যার ফলে বহু গ্রাম প্লাবিত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলীয় হিডালগো রাজ্য, যেখানে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় এক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের অন্তত ৯০টি প্রত্যন্ত সম্প্রদায়ের সঙ্গে এখনো যোগাযোগ পুনঃস্থাপন সম্ভব হয়নি। পার্শ্ববর্তী পুয়েবলা রাজ্যে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে, যদিও নিখোঁজের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ রাজ্যে প্রায় ৮০ হাজার মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এছাড়া ভেরাক্রুজে দুইজন ও কুয়েরেতারো রাজ্যে একজনের মৃত্যু হয়েছে।
বন্যার পরিণতিতে রাস্তা, সেতু ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সরকার দ্রুত রাস্তা ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা কার্যক্রমে হাজারো সৈন্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৫ হাজার ৪০০ সেনা সদস্য উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন এবং বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
প্রধান দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল পর্বতমালা, যেখানে বহু ছোট গ্রাম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উষ্ণ-আর্দ্র বাতাস ও ঠান্ডা বায়ুর সংমিশ্রণ এই অতিবৃষ্টির প্রধান কারণ। এদিকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের নিকটে রেমন্ড ও প্রিসিলা নামের দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মেক্সিকো সরকার।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।