হিট অফিসার’ বুশরার স্বামীর সিসা লাউঞ্জে পুলিশের অভিযান, মাদক উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার গুলশানে বুশরা আফরিনের স্বামীর মালিকানাধীন সিসা লাউঞ্জে পুলিশের অভিযানে বিপুল সিসা ও মাদক উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজন আটক এবং বুশরার স্বামীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীতে অবৈধ সিসা বারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও ডিএনসিসির সাবেক ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিনের স্বামীর মালিকানাধীন সিসা লাউঞ্জে অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের ‘দ্য কোর্ট ইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে এ অভিযান চালায় গুলশান থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য এবং নগদ অর্থ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযানে প্রায় চার কেজি সিসা, একাধিক হুক্কা-বার সেটআপ ও নানা ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। লাউঞ্জটির মালিককে না পেলেও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট ও সিসা বার হিসেবে পরিচালিত হচ্ছিল।
এ ঘটনায় বুশরার স্বামী শরিফ আল জাওয়াদ, পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশই সিসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
অন্যদিকে সূত্রে জানা যায়, গুলশান-বনানীর বিভিন্ন সিসা বার রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। বনানীর ‘সেলসিয়াস’ ও ‘এক্সোটিক’ নামের দুটি সিসা বার আওয়ামী লীগ আমলে পুলিশ প্রহরায় চলত বলে জানা গেছে। সরকার পরিবর্তনের পর এসব বারের বেশিরভাগ বন্ধ করে দেওয়া হলেও সম্প্রতি পুনরায় চালু করার জন্য নানা তদবির চলছে।
এ বিষয়ে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কারণে সিসা বারগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ এসব কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে এবং অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।