এক বছরে চার দফা সংশোধন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এক বছরে চার দফা সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। মানবতাবিরোধী অপরাধের বিচার, নির্বাচনে অযোগ্যতা, বিদেশি আইনজীবী, ভার্চুয়াল শুনানি ও দ্রুত বিচার প্রক্রিয়া এই পরিবর্তনের মূল বিষয়। সর্বশেষ সংশোধনীতে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগও বাতিল হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গত এক বছরে চার দফা সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। গত বছর ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল নতুন করে বিচারকাজ শুরু করার পর থেকে আইনটি সময়োপযোগী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে পরিবর্তন করা হয় বলে জানিয়েছে সরকার।
প্রথম সংশোধনী আনা হয় গত বছরের ২৪ নভেম্বর। এতে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধও ট্রাইব্যুনালে বিচারযোগ্য করা হয়। পাশাপাশি, বিদেশি নাগরিকদের বিচার, ভার্চুয়াল শুনানির সুযোগ, বিদেশি আইনজীবী নিয়োগ এবং অডিও-ভিডিও প্রমাণ গ্রহণের বিধান যুক্ত করা হয়।
দ্বিতীয় দফা সংশোধনী আসে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি, যার নাম দেওয়া হয় ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’। এতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় ছয় সপ্তাহ থেকে কমিয়ে তিন সপ্তাহ করা হয়। একই সঙ্গে ট্রাইব্যুনালকে অভিযুক্তের সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও তদন্তে অনুমতিবিহীন তল্লাশির ক্ষমতা দেওয়া হয়।
তৃতীয় সংশোধনী আসে ১০ মে, যার মাধ্যমে রাজনৈতিক দল, সংগঠন বা সংশ্লিষ্ট গোষ্ঠীকে বিচারাধীন করার বিধান যুক্ত হয়। এর আগে দল বা সংগঠনের বিরুদ্ধে মামলা করার সুযোগ ছিল না।
সবশেষ ৬ অক্টোবর রাতে চতুর্থ সংশোধনী জারি করা হয়, যা ৪ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। এতে নতুন ধারা ২০(সি) যুক্ত করে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সঙ্গে সঙ্গে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং নির্বাচিত জনপ্রতিনিধি হলে পদ হারাবেন। এর ফলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হয়ে পড়েছেন।
গেজেট অনুসারে, সংশোধনীটি ভূতাপেক্ষ কার্যকারিতা পেয়েছে অর্থাৎ আইন প্রণয়নের আগে সংঘটিত ঘটনাতেও তা প্রযোজ্য হবে। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নতুন আইনি পরিসরে প্রবেশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।