চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রেড ক্রিসেন্টে অচলাবস্থা

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রেড ক্রিসেন্টে অচলাবস্থা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে সংগঠনটির সদর দপ্তরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। রোববার (১২ অক্টোবর) সকালে থেকে কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় চেয়ারম্যান সমর্থকরা ভেতরে অবস্থান নেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন কর্মকর্তা জানান, কার্যালয়ের ভেতরে পুলিশ, সাংবাদিক, আন্দোলনকারী ও চেয়ারম্যানের সমর্থক, সবাই অবস্থান করায় পরিস্থিতি থমথমে হয়ে পড়ে। তবে চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি এ বিষয়ে এখন কথা বলতে পারবেন না।

রেড ক্রিসেন্টের যুব বিভাগের উপপরিচালক মুনতাসির মাহমুদ বলেন, “ফ্যাসিস্টের দোসর এই চেয়ারম্যানকে আমরা চাই না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চলছে, কিন্তু চেয়ারম্যান তার সমর্থক ও পুলিশ এনে আন্দোলন দমনের চেষ্টা করছেন।” তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন করছেন এবং জুলাই গণঅভ্যুত্থনের সমর্থকদের হেডকোয়ার্টার থেকে সরিয়ে দিয়েছেন।

এদিকে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও যুব কমিটির কয়েকজন জানান, বর্তমান চেয়ারম্যানের আমলে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বিভাজন বেড়েছে। যোগ্য কর্মকর্তা ও অভিজ্ঞ স্বেচ্ছাসেবকদের সরিয়ে নিজের অনুগতদের প্রাধান্য দিচ্ছেন তিনি। তাদের অভিযোগ, চেয়ারম্যানের আচরণ স্বেচ্ছাসেবকদের প্রতি অমর্যাদাপূর্ণ এবং তিনি প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।

এর আগে গত বুধবার সকালেও সদর দপ্তরে একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, শতাধিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক চেয়ারম্যানের দপ্তর ঘিরে স্লোগান দেন এবং তার গাড়ি ঘিরেও প্রতিবাদ জানান।

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে চলমান এই আন্দোলনের কারণে রেড ক্রিসেন্টের কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ