চাকসুর ব্যালটে থাকবে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ অক্টোবর (বুধবার) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবার ব্যালট পেপারে শুধু নম্বরই নয়, থাকবে প্রার্থীর নামও।
রোববার (১২ অক্টোবর) দুপুরে চাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ব্যালট পেপারে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমাদের ব্যালট পেপারে শুধু ব্যালট নম্বরই থাকবে না, থাকবে প্রার্থীর নামও। প্রথমে প্রার্থীর নাম, এরপর ব্যালট নম্বর, তারপর বৃত্ত থাকবে। ভোটাররা সেই বৃত্ত ভরাট করেই ভোট প্রদান করবেন।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। তফসিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।