এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন বাবর আজম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ৩ হাজার রানের অনন্য মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। রবিবার (১২ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে এই কীর্তি গড়েন তিনি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা, রিশভ পন্থ ও শুভমান গিলের মতো একাধিক তারকা ব্যাটারকে।
শান মাসুদের বিদায়ের পর মাঠে নামেন বাবর আজম। ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র তিন রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বল ইনসাইড এজ হয়ে বাউন্ডারি লাইনে চলে গেলে ৪৯তম ওভারে পূর্ণ হয় তাঁর কাঙ্ক্ষিত ৩ হাজার রান। এই অর্জনের মাধ্যমে তিনি এশিয়ার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডব্লিউটিসিতে ৩০০০ রান সম্পন্ন করার গৌরব অর্জন করেন।
বর্তমানে বাবর আজমের ঠিক নিচে রয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল (২৮২৬), রিশভ পন্থ (২৭৩১), রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলি (২৬১৭)। অন্যদিকে, বিশ্বব্যাপী তালিকার শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ডের জো রুট, যিনি ইতোমধ্যেই করেছেন ৬০০০ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, যার সংগ্রহ ৪২৭৮ রান।
তবে মাইলফলক ছোঁয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বাবরের জন্য। ইনিংসের শুরুতে ১৪ বল খেলে তিনটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। কিন্তু ইনিংস বড় করার আগেই দক্ষিণ আফ্রিকার পেসার সাইমন হ্যামারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মাত্র ২৩ রানে। তবুও এই ম্যাচে বাবরের রেকর্ডগড়া পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেশটির ক্রিকেট বোর্ডসহ সমর্থকেরা এই অর্জনে উচ্ছ্বসিত প্রশংসা জানিয়েছেন বাবর আজমের ধারাবাহিকতা ও দৃঢ়তায়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।