দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতা আটক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দিনাজপুরে দুই শিবিরকর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে আদালত আটক করেছেন। বীরগঞ্জে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন পর আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাদের জেলহাজতে পাঠান।
দিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে আদালত জেলহাজতে পাঠিয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা, মো. আমিনুল ইসলাম এবং মো. রেজাউল করিম শেখ।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই পাঁচ নেতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনে বীরগঞ্জ উপজেলার ভেলাপুকুর এলাকায় দুই শিবিরকর্মীসালাউদ্দিন ও আসাদুল হক নিহত হন। ওই ঘটনায় গত বছর ২৯ সেপ্টেম্বর নিহত সালাউদ্দিনের মা জহুরা বেগম বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, মনোরঞ্জনশীল গোপালের নির্দেশে এজাহারনামীয় আসামিরা সালাউদ্দিন ও আসাদুলকে আটক করে মারধর করে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। ঘটনাটিকে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু হিসেবে দুটি পৃথক মামলা দায়ের করা হলেও পরবর্তীতে এটি হত্যা মামলা হিসেবে রূপ নেয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।